দাম কমছে গুঁড়া দুধের
-
ডেস্ক :
-
আপডেট সময়
০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- 214
অনলাইন ডেস্ক : দেশের শিশুদের জন্য অত্যাবশ্যকীয় পণ্য গুঁড়া দুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী অর্থবছর থেকে আড়াই কেজি পর্যন্ত গুঁড়া দুধের ওপর ২০ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, গুড়া দুধ আমদানির ক্ষেত্রে আড়াই কেজি পর্যন্ত প্যাকে এবং বাল্ক আকারে আমদানির ক্ষেত্রে মোট করভারের পার্থক্য অনেক বেশি থাকায় স্থানীয়ভাবে প্যাকেটকারী প্রতিষ্ঠানসমূহ অযৌক্তিক পরিমাণ প্রতিরক্ষণ ভোগ করছে। উক্ত প্রতিরক্ষণ যৌক্তিকীকরণের অংশ হিসেবে আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত গুড়া দুধের উপর বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করছি। আমদানির সাথে দেশীয় প্রতিষ্ঠানের মোট করভারের পার্থক্য বা প্রতিরক্ষণ থাকবে ২১ শতাংশ যা দেশীয় শিল্পের প্রতিরক্ষণে কোন অন্তরায় ঘটাবে না।
ট্যাগস