সিনিয়র স্টাফ রিপোর্টার
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের সদস্যদের নামে আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
জব্দ হওয়া স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে- ঢাকার গুলশানে তিন কাঠা জমি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমি, বাড্ডায় ৩০৭৫ বর্গফুটের দুটি ফ্ল্যাট, আদাবরে ছয়টি ফ্ল্যাট এবং বান্দরবানে ২৫ একর জমি।
অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে- সিটিজেন টেলিভিশন লিমিটেড এবং টাইগেরাফিট অ্যাপারেলস লিমিটেড। এছাড়াও শতভাগ মালিকানাধীন ৮টি এবং আংশিক মালিকানাধীন ১৫টি সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। বেনজীর, তার স্ত্রী এবং তিন মেয়ে এসব সম্পত্তির মালিক।
দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।