অনলাইন ডেস্ক : হজযাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করেছে সৌদি আরব। দেশটির জেনারেল অথরিটি অভ সিভিল অ্যাভিয়েশন বোর্ডের চেয়ারম্যান এবং ট্রান্সপোর্ট ও লজিস্টিক মন্ত্রী সালেহ আল-জাসার গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন।
এই বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সিতে হজ যাত্রীরা মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দানে যেতে পারবেন। তবে এ বছর জরুরি সেবার (মালামাল ও ওষুধ পরিবহন) কাজেই এই উড়ন্ত ট্যাক্সি বেশি ব্যবহার করা হবে। দেশটির জেনারেল অথরিটি অভ সিভিল অ্যাভিয়েশন বোর্ডের দাবি, এয়ার ট্যাক্সির ব্যবহার যাত্রীদের ভ্রমণ সময় কমিয়ে আনবে। আর বিশেষ জরুরি মুহূর্তে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌদির দাবি, এই ধরনের উড়ন্ত ট্যাক্সির সেবা এটাই বিশ্বে প্রথম। তবে সংযুক্ত আরব আমিরাতের মতো আরো দু’একটি দেশও এয়ার ট্যাক্সি চালু করার তোড়জোড় শুরু করেছে।
আগামী ১৫ জুনই শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন করতে এরইমধ্যে সৌদিতে বিশ্বের বিভিন্ন দেশের ১৫ লাখের বেশি মুসল্লি জড়ো হয়েছেন।