ঢাকা , শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে একদিনে চার কোটি ৮০ লাখ টাকা টোল আদায় হয়েছে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • 274

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। আর এতে সেতুতে বেড়েছে টোল আদায়। শুক্রবার সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে ৪৪ হাজার ৩৩টি যানবাহন পারাপার হয়েছে; এর বিপরীতে টোল আদায় হয়েছে চার কোটি ৮০ লাখ টাকারও বেশি। শনিবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মঞ্জুর হোসন। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সাতটি টোল বুথে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

দেখা যায়, পদ্মা সেতুর টোল প্লাজা ঘিরে তাই লম্বা লাইন। প্রাইভেটকার, জিপ, মাইক্রোবাস, বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহনই সেতু পার হচ্ছে। আর ভিন্ন লেন দিয়ে যাতায়াত করছে মোটরসাইকেল। পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেয়ে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পদ্মা সেতুতে একদিনে চার কোটি ৮০ লাখ টাকা টোল আদায় হয়েছে

আপডেট সময় ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। আর এতে সেতুতে বেড়েছে টোল আদায়। শুক্রবার সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে ৪৪ হাজার ৩৩টি যানবাহন পারাপার হয়েছে; এর বিপরীতে টোল আদায় হয়েছে চার কোটি ৮০ লাখ টাকারও বেশি। শনিবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মঞ্জুর হোসন। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সাতটি টোল বুথে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

দেখা যায়, পদ্মা সেতুর টোল প্লাজা ঘিরে তাই লম্বা লাইন। প্রাইভেটকার, জিপ, মাইক্রোবাস, বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহনই সেতু পার হচ্ছে। আর ভিন্ন লেন দিয়ে যাতায়াত করছে মোটরসাইকেল। পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেয়ে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ।