অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিবকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া চারজন অতিরিক্ত সচিবকে বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং মহাপরিচালক হিসাবে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উলিখিত রদবদলের পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা আদেশে পূর্বের চুক্তির ধারাবাহিকতা ও অনুরূপ শর্তে ৫ জুলাই অথবা যোগদানের শর্তে পরবর্তী এক বছরের জন্য তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে পূর্বের চুক্তির ধারাবাহিকতা ও অনুরূপ শর্তে ১ জুলাই অথবা যোগদানের তারিখ পরবর্তী এক বছরের জন্য এবিএম আমীন উলাহ নূরীকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আদেশে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক শফিকুল ইসলামকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আজিম উদ্দিন বিশ্বাসকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ডা. আশরাফী আহমদকে জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসাবে পদায়ন করা হয়েছে।