ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহারের দাবিতে অনড় রাবি শিক্ষক-কর্মকর্তারা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • 170

অনলাইন ডেস্ক  :   সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহারে দাবিতে একযোগে আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-কর্মকর্তারা। বর্জন কর্মসূচিতে ক্যাম্পাস অচল হয়ে পড়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ে এসব ঘটনা ঘটে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের পিছনে রেখে দেশের উন্নয় সম্ভব নয়। এতে কেবল গভীর সংকটই সৃষ্টি হবে। কারণ মেধাবীদের সরিয়ে দিয়ে দুর্নীতিবাজদের নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব নয়। কিন্তু দুঃখের বিষয় এ কথাটি দেশের রাজনীতিবিদরা এখন না বুঝলেও ১৯৭১ সালে পাকিস্তানি শাসকরা বুঝেছিল। মুক্তিযুদ্ধের পাকিস্তানের পরাজয় যখন নিশ্চিত তখন এ দেশকে মেধা শূন্য করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীদের হত্যায় মেতে উঠেছিল হানাদাররা। অবিলম্বে বিষয়গুলো অনুধাবন করে এ সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।’

জানা গেছে, সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ কর্মকর্তা, কর্মচারী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। প্রতিদিনের মতো এদিনেও দাফতরিক কার্যক্রম বর্জন করে এ কর্মসূচিতে অংশ নেয় তারা। কর্মকর্তারা বলছেন, বৈষম্য নিরসনে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহার করতে হবে। এই বৈষম্য কোনভাবেই মেনে নেয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা দাফতরিক কাজে ফিরব না। 

এ দিকে একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক-কর্মকর্তারা। ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাফতরিক কার্যক্রম বর্জন করেছেন কর্মকর্তারা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহারের দাবিতে অনড় রাবি শিক্ষক-কর্মকর্তারা

আপডেট সময় ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

অনলাইন ডেস্ক  :   সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহারে দাবিতে একযোগে আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-কর্মকর্তারা। বর্জন কর্মসূচিতে ক্যাম্পাস অচল হয়ে পড়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ে এসব ঘটনা ঘটে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের পিছনে রেখে দেশের উন্নয় সম্ভব নয়। এতে কেবল গভীর সংকটই সৃষ্টি হবে। কারণ মেধাবীদের সরিয়ে দিয়ে দুর্নীতিবাজদের নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব নয়। কিন্তু দুঃখের বিষয় এ কথাটি দেশের রাজনীতিবিদরা এখন না বুঝলেও ১৯৭১ সালে পাকিস্তানি শাসকরা বুঝেছিল। মুক্তিযুদ্ধের পাকিস্তানের পরাজয় যখন নিশ্চিত তখন এ দেশকে মেধা শূন্য করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীদের হত্যায় মেতে উঠেছিল হানাদাররা। অবিলম্বে বিষয়গুলো অনুধাবন করে এ সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।’

জানা গেছে, সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ কর্মকর্তা, কর্মচারী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। প্রতিদিনের মতো এদিনেও দাফতরিক কার্যক্রম বর্জন করে এ কর্মসূচিতে অংশ নেয় তারা। কর্মকর্তারা বলছেন, বৈষম্য নিরসনে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহার করতে হবে। এই বৈষম্য কোনভাবেই মেনে নেয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা দাফতরিক কাজে ফিরব না। 

এ দিকে একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক-কর্মকর্তারা। ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাফতরিক কার্যক্রম বর্জন করেছেন কর্মকর্তারা।