অনলাইন ডেস্ক : খুলনায় রাত ৮টার পর কোনো দোকান খোলা রাখা যাবে না। একইসঙ্গে দোকান, বাণিজ্য বা শিল্পপ্রতিষ্ঠান প্রতি সপ্তাহে অন্তত দেড়দিন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১১৪(১) এর বিধান মোতাবেক সংশ্লিষ্ট প্রত্যেক দোকান বা বাণিজ্য বা শিল্পপ্রতিষ্ঠান প্রতি সপ্তাহে অন্তত দেড়দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ধারা ১১৪(৩) এর বিধান মোতাবেক কোনো দোকান রাত ৮টার পর খোলা রাখা যাবে না।
শ্রম আইনের ১১৪ ধারার ৩ উপধারায় বলা হয়েছে, কোনো দোকান রাত ৮টার পর খোলা রাখা যাবে না। তবে কোনো গ্রাহক যদি ওই সময়ে কেনাকাটার জন্য দোকানে থাকেন, তাহলে ওই সময়ের আধাঘণ্টা পর পর্যন্ত তাকে কেনাকাটার সুযোগ দেওয়া যাবে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শান্তাজ বিল্লাহ বলেন, আইন অনুযায়ী এ কার্যক্রম চলবে। যারা আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।