ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি রোডমার্চ শুরু হয়েছে আজ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • 217

অনলাইন ডেস্ক : মাঠ পর্যায়ে জনগণের দ্বারপ্রান্তে যাচ্ছে বিএনপি। সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের রোডমার্চ শুরু হয়েছে আজ।

প্রথম দিনের কর্মসূচিতে শনিবার (১৬ সেপ্টেম্বর)সকাল ১০টায় রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোডমার্চ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থানে এই রোডমার্চ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। গত ১৩ সেপ্টেম্বর এ কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ১৬ সেপ্টেম্বর রংপুর, সৈয়দপুরের দশমাইল ও দিনাজপুর; ১৭ সেপ্টেম্বর- বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত যাবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরের ধাপের কর্মসূচি পরে ঘোষণা করা হবে। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এই সরকারের পতন হবে, ইনশাআল্লাহ।

এর আগে গত বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্নেলনে এ কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।

এ বিষয়ে জানতে চাইলে সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, রংপুরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। মাঝপথে কয়েকটি পথসভা হবে। দিনাজপুরে সমাবেশের মাধ্যমে প্রথমদিনের কর্মসূচি শেষ হবে। একইভাবে দ্বিতীয় দিনের কর্মসূচি বগুড়া থেকে শুরু হয়ে রাজশাহীতে গিয়ে শেষ হবে।

ট্যাগস

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন থাইল্যান্ডের দুই মন্ত্রী

বিএনপি রোডমার্চ শুরু হয়েছে আজ

আপডেট সময় ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক : মাঠ পর্যায়ে জনগণের দ্বারপ্রান্তে যাচ্ছে বিএনপি। সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের রোডমার্চ শুরু হয়েছে আজ।

প্রথম দিনের কর্মসূচিতে শনিবার (১৬ সেপ্টেম্বর)সকাল ১০টায় রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোডমার্চ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থানে এই রোডমার্চ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। গত ১৩ সেপ্টেম্বর এ কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ১৬ সেপ্টেম্বর রংপুর, সৈয়দপুরের দশমাইল ও দিনাজপুর; ১৭ সেপ্টেম্বর- বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত যাবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরের ধাপের কর্মসূচি পরে ঘোষণা করা হবে। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এই সরকারের পতন হবে, ইনশাআল্লাহ।

এর আগে গত বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্নেলনে এ কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।

এ বিষয়ে জানতে চাইলে সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, রংপুরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। মাঝপথে কয়েকটি পথসভা হবে। দিনাজপুরে সমাবেশের মাধ্যমে প্রথমদিনের কর্মসূচি শেষ হবে। একইভাবে দ্বিতীয় দিনের কর্মসূচি বগুড়া থেকে শুরু হয়ে রাজশাহীতে গিয়ে শেষ হবে।