অনলাইন ডেস্ক : কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের একদফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে বঙ্গভবনে যাওয়া শিক্ষার্থীরা বের হয়েছেন। রোববার দুপুর ২টা ৫২মিনিটে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গভবন থেকে বের হন। এর আগে দুপুর আড়াইটার দিকে তারা বঙ্গভবনে প্রবেশ করেন।
রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা এবং সেটি রাষ্ট্রপ্রতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী স্মারকলিপি গ্রহণ করেন। বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি কোটা বাতিল করে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তারা আরও বলেন, সরকার থেকে এখনো আশ্বাস পাচ্ছি না। কোটা সংস্কারের এখতিয়ার সরকারের। কিন্ত সরকার এড়িয়ে যাচ্ছে। এদিন শিক্ষার্থীদের প্রতিনিধিদলে ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, আরিফ হোসেন, হাসিব আল ইসলাম, উমামা ফাতেমা, রিফাত রশিদ, সুমাইয়া, আব্দুল হান্নান মাসুদ, মো. মাহিন সরকার, আব্দুল কাদের ও মেহেরান নিসা।
দুপুরে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে যাওয়া শিক্ষার্থীদের গণপদযাত্রা জিরো পয়েন্টে আটকে দেয় পুলিশ। তবে সেই ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে চলে যায় শিক্ষার্থীদের একাংশ। এরপর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেন।