ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আসাসিক হল থেকে বহিরাগতদের বের করতে ঢাবিতে পুলিশ মোতায়েন : প্রক্টর

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • 106

সিনিয়র রিপোর্টার

ক্যাম্পাস ও আসাসিক হল থেকে বহিরাগতদের বের করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এমন মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘ক্যাম্পাস থেকে বহিরাগতদের বের করে দেওয়ার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাবির ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান করা শিক্ষার্থীদের হলে পাঠানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহত শিক্ষার্থীদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে- জবাবে প্রক্টর বলেন, কত শিক্ষার্থী আহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখন আমরা বলতে পারি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থা নিতে মেডিক্যাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাছাড়া সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

এর আগে, এদিন বিকাল ৫টায় সার্বিক বিষয় নিয়ে জরুরি বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্তগুলো হলো- শিক্ষার্থীরা স্ব-স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। এছাড়াও সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির পর ঢাবি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আসাসিক হল থেকে বহিরাগতদের বের করতে ঢাবিতে পুলিশ মোতায়েন : প্রক্টর

আপডেট সময় ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

সিনিয়র রিপোর্টার

ক্যাম্পাস ও আসাসিক হল থেকে বহিরাগতদের বের করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এমন মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘ক্যাম্পাস থেকে বহিরাগতদের বের করে দেওয়ার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাবির ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান করা শিক্ষার্থীদের হলে পাঠানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহত শিক্ষার্থীদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে- জবাবে প্রক্টর বলেন, কত শিক্ষার্থী আহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখন আমরা বলতে পারি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থা নিতে মেডিক্যাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাছাড়া সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

এর আগে, এদিন বিকাল ৫টায় সার্বিক বিষয় নিয়ে জরুরি বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্তগুলো হলো- শিক্ষার্থীরা স্ব-স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। এছাড়াও সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির পর ঢাবি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।