ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে খুলেছে সরকারী ও বেসরকারী অফিস

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • 112

সিনিয়র রিপোর্টার

শুক্রবার রাত থেকে জারি করা কারফিউ ধীরে ধীরে শিথিলের দিকে যাচ্ছে। চলমান পরিস্থিতিতে টানা তিনদিন সাধারণ ছুটির পরে আজ থেকে চালু হচ্ছে সব সরকারি-বেসরকারি অফিস ও আদালত। আদালতের কার্যক্রমও চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।

বুধবার (২৪ জুলাই) সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চলবে অফিস। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ  কথা জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সারাদেশে কিছু ব্যাংকের নির্ধারিত শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। তবে কোন কোন শাখা খোলা থাকবে তা নিজ নিজ ব্যাংক সিদ্ধান্ত নেবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সময়সূচিতেই ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

এর আগে, সরকার ২১ ও ২২ জুলাই (রবি ও সোমবার)  দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল। পরবর্তীতে  আরও একদিন মঙ্গলবার (২৩ জুলাই) সরকারী ছুটি বাড়ানো হয়। এদিন দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এর আগে সোমবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখ নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

আজ থেকে খুলেছে সরকারী ও বেসরকারী অফিস

আপডেট সময় ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪

সিনিয়র রিপোর্টার

শুক্রবার রাত থেকে জারি করা কারফিউ ধীরে ধীরে শিথিলের দিকে যাচ্ছে। চলমান পরিস্থিতিতে টানা তিনদিন সাধারণ ছুটির পরে আজ থেকে চালু হচ্ছে সব সরকারি-বেসরকারি অফিস ও আদালত। আদালতের কার্যক্রমও চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।

বুধবার (২৪ জুলাই) সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চলবে অফিস। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ  কথা জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সারাদেশে কিছু ব্যাংকের নির্ধারিত শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। তবে কোন কোন শাখা খোলা থাকবে তা নিজ নিজ ব্যাংক সিদ্ধান্ত নেবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সময়সূচিতেই ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

এর আগে, সরকার ২১ ও ২২ জুলাই (রবি ও সোমবার)  দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল। পরবর্তীতে  আরও একদিন মঙ্গলবার (২৩ জুলাই) সরকারী ছুটি বাড়ানো হয়। এদিন দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এর আগে সোমবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।