নিজস্ব প্রতিবেদক
প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ফ্রিস্টাইলে দ্বিতীয় হিট থেকে বাদ পড়েছেন বাংলাদেশি সাঁতারু সামিউল ইসলাম। মঙ্গলবার (৩০ জুলাই) পুলে নেমেছিলেন বাংলাদেশি এই সাঁতারু।
৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আট জনের মধ্যে পঞ্চম হন সামিউল। সব মিলিয়ে ১০টি হিট শেষে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় নেন তিনি। সময়ের হিসেবে শীর্ষ ১৬ জন উঠেছেন সেমিফাইনালে।
৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। ১৬তম হয়ে সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়ার সুন–উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড।