সিনিয়র রিপোর্টার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।
শনিবার (৩ আগস্ট) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াত লাশের রাজনীতি করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শুক্রবার বিএনপির উষ্কানিতে ছাত্রদল-ছাত্রশিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করেছে। যার ফলে দুটি তাজা প্রাণ ঝরে গেছে। এ পরিস্থিতি সৃষ্টির জন্য তারা দেশের বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগ করছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে সেতুমন্ত্রী বলেন, আমি ফখরুল সাহেবকে প্রশ্ন করতে চাই, গতকাল পুলিশ সদস্যকে নিষ্ঠুরভাবে হত্যার দায় কার? কারা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দিল? আমরা বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থীরা এ সব সন্ত্রাস ও সহিংসতার সঙ্গে জড়িত না।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি করেছে। সরকার তাদের দাবি মেনে নিয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছে। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে। এছাড়া তদন্তে জাতিসংঘসহ যারা এই তদন্তে অংশ নিতে চান, তাদের জন্য দরজা সবসময় খোলা, আমাদের কোনো আপত্তি নেই।