সিনিয়র রিপোর্টার
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় বন্ধ থাকার পর অনানুষ্ঠানিকভাবে যান-চলাচল শুরু হয়েছে ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়েতে। তবে যান-চলাচল শুরু হলেও টোল আদায় করার কেউ না থাকায় বিনা টোলেই চলছে গাড়ি।
শনিবার (১০ আগস্ট) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সরেজমিনে এমন চিত্র দেখা যায়।
আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী দুটি টোল প্লাজায় আগুন দেওয়া হয়। তারপর থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিন দেখা গেছে, গাড়িগুলো বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে। টোল প্লাজার বেশিরভাগ চেক পয়েন্ট বন্ধ থাকলেও একটি বা দুটি করে পয়েন্ট খোলা আছে। কিন্তু চেক পয়েন্টে কোন মানুষ নেই। তাই কোনো টোল দেওয়া ছাড়াই গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে উঠছে এবং চলাচল করছে।
এর আগের তিন-চার দিনও এক্সপ্রেসওয়ে দিয়ে বিভিন্ন যান-চলাচল করেছে, তবে সেগুলো অনিয়মতান্ত্রিক ছিল। ওই সময় কিছু অযান্ত্রিক যানের সঙ্গে মোটরসাইকেল, অটোরিকশাও চলাচল করেছে। শুক্রবার পূর্ব নির্ধারিত নিয়ম মেনে কোনও অযান্ত্রিক যান বা মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলও করতে দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এএইচএম সাখাওয়াত আখতারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।