ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জিয়াউর রহমানকে কটূক্তি : মানিক-মেনন-ইনুর বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানি মামলা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • 95

অনলাইন ডেস্ক  : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা দায়ের হয়েছে।   

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (৭) সাইফুল ইসলামের আদালতে মো. জিয়াউল হক নামে এক আইনজীবী এ মামলা করেন।  বিচারক সাইফুল ইসলাম মামলা আম‌লে নি‌য়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পি‌বিআই) তদন্ত করতে নির্দেশ দি‌য়ে‌ছেন। আদালত আগামী ২৩/১০/২৪ তা‌রি‌খে প্রতি‌বেদন দা‌খি‌লের জন‌্য আদেশ দি‌য়ে‌ছেন।  এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাডভোকেট এমরান হোসেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আই এর টক শো মেট্রোসেম টু দ্যা পয়েন্টে জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। গত বছরের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলের মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।

২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন।

অভিযোগে বলা হয়, এতে করে জিয়াউর রহমান ও তার পরিবারের অন্তত ৩০০ কোটি টাকার সম্মান হানি হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানকে কটূক্তি : মানিক-মেনন-ইনুর বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানি মামলা

আপডেট সময় ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

অনলাইন ডেস্ক  : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা দায়ের হয়েছে।   

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (৭) সাইফুল ইসলামের আদালতে মো. জিয়াউল হক নামে এক আইনজীবী এ মামলা করেন।  বিচারক সাইফুল ইসলাম মামলা আম‌লে নি‌য়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পি‌বিআই) তদন্ত করতে নির্দেশ দি‌য়ে‌ছেন। আদালত আগামী ২৩/১০/২৪ তা‌রি‌খে প্রতি‌বেদন দা‌খি‌লের জন‌্য আদেশ দি‌য়ে‌ছেন।  এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাডভোকেট এমরান হোসেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আই এর টক শো মেট্রোসেম টু দ্যা পয়েন্টে জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। গত বছরের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলের মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।

২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন।

অভিযোগে বলা হয়, এতে করে জিয়াউর রহমান ও তার পরিবারের অন্তত ৩০০ কোটি টাকার সম্মান হানি হয়েছে।