ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ পরিবারের নাম ভাঙিয়ে শতকোটি টাকার মালিক ওসি মমতাজুল

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • 139

নিজস্ব প্রতিবেদক

শেখ পরিবারের নাম ভাঙিয়ে শত কোটি টাকা উপার্জন করেছেন কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল ইসলাম। এছাড়া তিনি খুলনা সাতক্ষীরা ও ঢাকায় ক্রয় করেছেন বাড়ী, জমি, পল্ট এবং ফ্ল্যাট।

বিগত ৭ বছর তিনি কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার ওসি হিসেবে কর্মরত আছেন। অথচ কোনও ওসির একই থানায় টানা ৭ বছর থাকার রেকর্ড নেই।

জানা গেছে, ওসি মমতাজ ছিলেন শেখ হাসিনার চাচতো ভাই শেখ হেলাল উদ্দিনের পৌষ্য ভ্রাতা। শেখ পরিবারের সদস্য পরিচয় দিয়ে তিনি এখনও বহাল তবিয়তে সোনাডাঙ্গা মডেল থানায় কাজ করছেন। তিনি এতই ক্ষমতাবান যে খোদ কেএমপি কমিশনার বা ডিসি কাউকেই তোয়াক্কা করতেন না।

ওসি মমতাজ এখন কোর্টে পোষ্টিংএ আছেন। তিনি সোনাডাঙ্গা বাস টার্মিনালের সকল কিছু শেখ পরিবারের হয়ে নিয়ন্ত্রন করতেন। সোনাডাঙ্গা এলাকায় বাড়ী, ফ্ল্যাট বা পল্ট কেনা-বেচা যা কিছুই হতো তার নিয়ন্ত্রনে।

মাদক বেচাকেনা : সাতক্ষীরা বর্ডার দিয়ে যেসব স্বর্ণ পাচার হতো তার একটি কমিশন তিনি সোনাডাঙ্গা বসেই পেতেন বলে একটি সূত্র জানায়। শুধু সোনাডাঙ্গা নয় গোটা শহরের মাদক সম্রাটদের নিয়ন্ত্রণ করতেন ওসি মমতাজ। আলাদ্দীনের আশ্চর্য্য প্রদীপ পেয়েছিল ওসি মমতাজ। আলাদ্দীনের আশ্চর্য্য প্রদীপ শেখ পরিবারের আশীর্বাদে তাকে আর পেছনে তাকাতে হয়নি।

এ ব্যাপারে ওসি মমতাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ব্যাপারে আনিত অভিযোগগুলো সত্য নয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শেখ পরিবারের নাম ভাঙিয়ে শতকোটি টাকার মালিক ওসি মমতাজুল

আপডেট সময় ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক

শেখ পরিবারের নাম ভাঙিয়ে শত কোটি টাকা উপার্জন করেছেন কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল ইসলাম। এছাড়া তিনি খুলনা সাতক্ষীরা ও ঢাকায় ক্রয় করেছেন বাড়ী, জমি, পল্ট এবং ফ্ল্যাট।

বিগত ৭ বছর তিনি কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার ওসি হিসেবে কর্মরত আছেন। অথচ কোনও ওসির একই থানায় টানা ৭ বছর থাকার রেকর্ড নেই।

জানা গেছে, ওসি মমতাজ ছিলেন শেখ হাসিনার চাচতো ভাই শেখ হেলাল উদ্দিনের পৌষ্য ভ্রাতা। শেখ পরিবারের সদস্য পরিচয় দিয়ে তিনি এখনও বহাল তবিয়তে সোনাডাঙ্গা মডেল থানায় কাজ করছেন। তিনি এতই ক্ষমতাবান যে খোদ কেএমপি কমিশনার বা ডিসি কাউকেই তোয়াক্কা করতেন না।

ওসি মমতাজ এখন কোর্টে পোষ্টিংএ আছেন। তিনি সোনাডাঙ্গা বাস টার্মিনালের সকল কিছু শেখ পরিবারের হয়ে নিয়ন্ত্রন করতেন। সোনাডাঙ্গা এলাকায় বাড়ী, ফ্ল্যাট বা পল্ট কেনা-বেচা যা কিছুই হতো তার নিয়ন্ত্রনে।

মাদক বেচাকেনা : সাতক্ষীরা বর্ডার দিয়ে যেসব স্বর্ণ পাচার হতো তার একটি কমিশন তিনি সোনাডাঙ্গা বসেই পেতেন বলে একটি সূত্র জানায়। শুধু সোনাডাঙ্গা নয় গোটা শহরের মাদক সম্রাটদের নিয়ন্ত্রণ করতেন ওসি মমতাজ। আলাদ্দীনের আশ্চর্য্য প্রদীপ পেয়েছিল ওসি মমতাজ। আলাদ্দীনের আশ্চর্য্য প্রদীপ শেখ পরিবারের আশীর্বাদে তাকে আর পেছনে তাকাতে হয়নি।

এ ব্যাপারে ওসি মমতাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ব্যাপারে আনিত অভিযোগগুলো সত্য নয়।