ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর সড়কে বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তার : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • 242

অনলাইন ডেস্ক : রাজধানীতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুরের শিয়ালবাড়ির পাশে হাজী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি বলেন, নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলেন, মো. মিজান, তার স্ত্রী মুক্তা এবং তার ছেলে হোসাইন। আর অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির কারণে রাজধানীর হাজী রোড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস

আজ ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে

রাজধানীর সড়কে বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তার : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে

আপডেট সময় ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক : রাজধানীতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুরের শিয়ালবাড়ির পাশে হাজী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি বলেন, নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলেন, মো. মিজান, তার স্ত্রী মুক্তা এবং তার ছেলে হোসাইন। আর অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির কারণে রাজধানীর হাজী রোড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।