ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা রেঞ্জে যোগদান করেছেন ডিআইজি রেজাউল হক

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • 21

অনলাইন ডেস্ক :  খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি হিসেবে যোগদান করেছেন মো. রেজাউল হক। তিনি পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর ছিলেন। ৭ সেপ্টেম্বর বিকেলে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে খুলনা রেঞ্জ ডিআইজি ছিলেন মঈনুল হক। রেজাউল হক ১৮তম বিসিএসের ক্যাডার হিসেবে পুলিশে যোগদান করেন। ২০২২ সালের ১১ মে অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। ২০১৭ সালের নভেম্বরে তিনি এআইজি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। তখন তিনি পুলিশ সদরদপ্তরের এআইজি ছিলেন।

মো. রেজাউল হক রাজবাড়ীর পুলিশ সুপার পদে ২০১১ সালের ১৪ জুলাই থেকে ২০১৪ সালের ২১ আগস্ট পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর ২০১৪ সালের ১ সেপ্টেম্বর তিনি ফেনীর পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি আড়াই বছর ফেনীতে দায়িত্ব পালন করেন।

তার জন্ম বগুড়া জেলায়। ১৯৯৯ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরিকালে তিনি চট্টগ্রাম, নরসিংদী, খুলনা মেট্রো, ঢাকা মেট্রো, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলায় দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০০৭ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন লাইব্রেরিয়া এবং ২০১০-১১ সালে কঙ্গো মিশনে দায়িত্ব পালন করে দেশে ফেরার পর রাজবাড়ী জেলায় যোগদান করেন।

ফেনী থেকে ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি তাকে পুলিশ সদরদপ্তরের এআইজি হিসেবে বদলি করা হয়। তার সহধর্মিণী জনপ্রশাসনে যুগ্ম সচিব পদে কর্মরত। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক।

ট্যাগস

বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশী  :  মাওঃ রফিকুল ইসলাম খাঁন

খুলনা রেঞ্জে যোগদান করেছেন ডিআইজি রেজাউল হক

আপডেট সময় ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

অনলাইন ডেস্ক :  খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি হিসেবে যোগদান করেছেন মো. রেজাউল হক। তিনি পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর ছিলেন। ৭ সেপ্টেম্বর বিকেলে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে খুলনা রেঞ্জ ডিআইজি ছিলেন মঈনুল হক। রেজাউল হক ১৮তম বিসিএসের ক্যাডার হিসেবে পুলিশে যোগদান করেন। ২০২২ সালের ১১ মে অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। ২০১৭ সালের নভেম্বরে তিনি এআইজি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। তখন তিনি পুলিশ সদরদপ্তরের এআইজি ছিলেন।

মো. রেজাউল হক রাজবাড়ীর পুলিশ সুপার পদে ২০১১ সালের ১৪ জুলাই থেকে ২০১৪ সালের ২১ আগস্ট পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর ২০১৪ সালের ১ সেপ্টেম্বর তিনি ফেনীর পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি আড়াই বছর ফেনীতে দায়িত্ব পালন করেন।

তার জন্ম বগুড়া জেলায়। ১৯৯৯ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরিকালে তিনি চট্টগ্রাম, নরসিংদী, খুলনা মেট্রো, ঢাকা মেট্রো, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলায় দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০০৭ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন লাইব্রেরিয়া এবং ২০১০-১১ সালে কঙ্গো মিশনে দায়িত্ব পালন করে দেশে ফেরার পর রাজবাড়ী জেলায় যোগদান করেন।

ফেনী থেকে ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি তাকে পুলিশ সদরদপ্তরের এআইজি হিসেবে বদলি করা হয়। তার সহধর্মিণী জনপ্রশাসনে যুগ্ম সচিব পদে কর্মরত। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক।