সিনিয়র রিপোর্টার
হবিগঞ্জ- ৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির ও প্রিমিয়ার ব্যাংক লি: এর চেয়ারম্যান এইচ বি এম ইকবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ- ৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
তথ্যানুসন্ধানকালে জানা গেছে, তার নিজ নামে নগদ জমা ৩৩,৪১,৩৫৩/- টাকা, সঞ্চয়পত্র বিনিয়োগ ১৯,২০,০০০/- টাকা, রাজউকে প্লট, স্ত্রীর নামে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। এছাড়া তার অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বর্হিভূত সম্পদ রয়েছে। গোয়েন্দা তথ্যানুসন্ধানে সঠিক পরিলক্ষিত হওয়ায় তা প্রাথমিকভাবে অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রিমিয়ার ব্যাংক লি: এর চেয়ারম্যান এইচ বি এম ইকবালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১১ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত গুলশানে তার মালিকানাধীন হোটেল Renaissance Hotel Gulshan, গুলশান-২ এ হিলটন হোটেল এন্ড রিসোর্ট নির্মাণ এবং প্রতিষ্ঠা করেছেন। রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এবং সদস্য হয়েছেন Bangladesh Association of International Recruiting Agencies (BAIRA)।
গত এক যুগে তিনি অসংখ্য কোম্পানির মালিক হয়েছেন এবং উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন পদ পদবীতে থেকে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ১৩ থেকে ১৪ বছরে তিনি দেশে-বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বর্হিভূত সম্পদ রয়েছে। গোয়েন্দা তথ্যানুসন্ধানে সঠিক পরিলক্ষিত হওয়ায় তা প্রাথমিকভাবে অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।