ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

লেবাননে স্থল অভিযান শুরু ইসরায়েলি বাহিনীর : থমথমে মধ্যপ্রাচ্য

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • 113

অনলাইন ডেস্ক  :  লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্ত এলাকায় ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুকে নিশানা করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। 

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘণ্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী এই অভিযানে স্থলবাহিনীকে সহায়তা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরপরই লেবাননে স্থল অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের নিকটবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে মঙ্গলবার ভোরে এই অভিযান শুরু হয়। এই স্থল অভিযান কেবল হিজবুল্লাহর অবস্থানে ‘সীমিত’ রাখা হয়েছে, যারা উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য সম্প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করেছেন যে ইরান যদি সরাসরি ইসরায়েলে মিলিটারি হামলার চেষ্টা চালায় তাহলে দেশটিকে সিরিয়াস পরিণতি ভোগ করতে হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি : ড. ইউনূসকে বলেন মোদি

লেবাননে স্থল অভিযান শুরু ইসরায়েলি বাহিনীর : থমথমে মধ্যপ্রাচ্য

আপডেট সময় ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

অনলাইন ডেস্ক  :  লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্ত এলাকায় ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুকে নিশানা করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। 

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘণ্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী এই অভিযানে স্থলবাহিনীকে সহায়তা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরপরই লেবাননে স্থল অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের নিকটবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে মঙ্গলবার ভোরে এই অভিযান শুরু হয়। এই স্থল অভিযান কেবল হিজবুল্লাহর অবস্থানে ‘সীমিত’ রাখা হয়েছে, যারা উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য সম্প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করেছেন যে ইরান যদি সরাসরি ইসরায়েলে মিলিটারি হামলার চেষ্টা চালায় তাহলে দেশটিকে সিরিয়াস পরিণতি ভোগ করতে হবে।