অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ‘ভিসা নীতি সরকার টু সরকারের বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি করা।’
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আহসান হাবিব বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে ইইউকে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি ইইউ বিষয়টি পুনর্বিবেচনা করবে।’