অনলাইন ডেস্ক : দুর্গাপূজাকে ঘিরে জঙ্গি হামলা বা তৎপরতার সুযোগ নাই। তবে কোনো ধরনের অপতৎপরতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মইনুল ইসলাম। সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর তাগিদ দেয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, দুর্গাপূজায় আনসার-ভিডিপি মোতায়েন থাকবে। এছাড়া সশস্ত্র বাহিনী মোতায়ানসহ থাকবে বিশেষায়িত পুলিশ বাহিনীও। পূজা মণ্ডপগুলোতেও ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবকরা থাকবেন। এছাড়া গুজব রোধে সাইবার নজরদারি রয়েছে। প্রস্তুত আছে ট্রিপল নাইন। প্রতিটি জেলা, উপজেলায় নজরদারি রয়েছে বলেও জানান আইজিপি।
আইজিপি আরও বলেন, জেল থেকে জামিনে যারা বের হয়েছে তাদের ওপর আমাদের নজরদারি অব্যাহত আছে। কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যক্রম বা জঙ্গি কার্যক্রমে জড়িত হয় তাদের আর বাইরে আসার সুযোগ নেই।