ঢাকা , সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী এজাহার নামীয় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • 57

সিনিয়র রিপোর্টার

মেরাদিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী লীগের দু’জন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- খিলগাঁও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. হাজী জাবেদ হোসেন (৫৪) ও শ্রমিক লীগের সদস্য মো. তাহের হোসেন (৫০)।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত (১৯ জুলাই) বিকাল আনুমানিক সাড়ে ৪টায় মেরাদিয়া বাজারের পশ্চিম পাশে শুকুর আলীর গার্মেন্টস মোড়ে অসংখ্য ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলো। ভিকটিম মো. আহাদুল ইসলামও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ভিকটিম আহাদুল বাম পায়ে গুলিবিদ্ধ হয়।

এ ঘটনায় ভিকটিমের বাবা মো. বাকের (৫২) বাদী হয়ে (১৭ অক্টোবর) খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২৩ অক্টোবর) রাত দেড়টায় মেরাদিয়া এলাকা থেকে এজাহারনামীয় খিলগাঁও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. হাজী জাবেদ হোসেন ও শ্রমিক লীগের সদস্য মো. তাহের হোসেনকে গ্রেপ্তারা করা হয়।গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দুদেশের জনগণের মধ্যে সুসম্পর্ক চায় দিল্লি : ভারতের পররাষ্ট্র সচিব

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী এজাহার নামীয় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

সিনিয়র রিপোর্টার

মেরাদিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী লীগের দু’জন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- খিলগাঁও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. হাজী জাবেদ হোসেন (৫৪) ও শ্রমিক লীগের সদস্য মো. তাহের হোসেন (৫০)।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত (১৯ জুলাই) বিকাল আনুমানিক সাড়ে ৪টায় মেরাদিয়া বাজারের পশ্চিম পাশে শুকুর আলীর গার্মেন্টস মোড়ে অসংখ্য ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলো। ভিকটিম মো. আহাদুল ইসলামও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ভিকটিম আহাদুল বাম পায়ে গুলিবিদ্ধ হয়।

এ ঘটনায় ভিকটিমের বাবা মো. বাকের (৫২) বাদী হয়ে (১৭ অক্টোবর) খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২৩ অক্টোবর) রাত দেড়টায় মেরাদিয়া এলাকা থেকে এজাহারনামীয় খিলগাঁও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. হাজী জাবেদ হোসেন ও শ্রমিক লীগের সদস্য মো. তাহের হোসেনকে গ্রেপ্তারা করা হয়।গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।