ঢাকা , বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শেরেবাংলা নগরে সশস্ত্র ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার

রাজধানীর শেরেবাংলা নগর থেকে সশস্ত্র ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম মো. অমিত হাসান (২৫) ও মো. রুবেল বিশ্বাস (৩৬)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

বুধবার রাত ১২টা ২০মিনিটে শেরেবাংলা নগরের গণভবন উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন লোক ধারালো অস্ত্রশস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে তৎক্ষণাৎ সেখানে অভিযান চালিয়ে তাদের দু’জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানার একটি টিম। এ সময় তাদের সাথে থাকা অন্য দু’জন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত অমিত হাসান ও রুবেল বিশ্বাস এবং পলাতক অপর সদস্যদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় বুধবার (২৩ অক্টোবর) একটি মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা সশস্ত্র ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগর এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহন, রিকশা ও মোটর সাইকেলের যাত্রীদের থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ মালামাল ছিনতাই করে আসছে। বুধবারও তারা  উক্ত শেরেবাংলা নগরের গণভবন উচ্চ বিদ্যালয় এলাকায় সমবেত হয়ে ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল।

গ্রেপ্তারকৃতদের শেরেবাংলা নগর থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠ তদন্ত এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শেরেবাংলা নগরে সশস্ত্র ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ২ ঘন্টা আগে

সিনিয়র রিপোর্টার

রাজধানীর শেরেবাংলা নগর থেকে সশস্ত্র ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম মো. অমিত হাসান (২৫) ও মো. রুবেল বিশ্বাস (৩৬)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

বুধবার রাত ১২টা ২০মিনিটে শেরেবাংলা নগরের গণভবন উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন লোক ধারালো অস্ত্রশস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে তৎক্ষণাৎ সেখানে অভিযান চালিয়ে তাদের দু’জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানার একটি টিম। এ সময় তাদের সাথে থাকা অন্য দু’জন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত অমিত হাসান ও রুবেল বিশ্বাস এবং পলাতক অপর সদস্যদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় বুধবার (২৩ অক্টোবর) একটি মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা সশস্ত্র ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগর এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহন, রিকশা ও মোটর সাইকেলের যাত্রীদের থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ মালামাল ছিনতাই করে আসছে। বুধবারও তারা  উক্ত শেরেবাংলা নগরের গণভবন উচ্চ বিদ্যালয় এলাকায় সমবেত হয়ে ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল।

গ্রেপ্তারকৃতদের শেরেবাংলা নগর থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠ তদন্ত এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।