ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে ফ্ল্যাট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ১

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • 56

সিনিয়র রিপোর্টার

রাজধানীর মিরপুর এলাকার একটি বাসার ফ্ল্যাট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম।

শনিবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

চুরির ঘটনায় গত (৩০ সেপ্টেম্বর) বাদী মো. সানিউল জাদীদ রিপন এর অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির মিরপুর মডের থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. সানিউল জাদীদ রিপন মিরপুরের পূর্ব মনিপুর এলাকার ১০৬৪/১ নং বাসার ২য় ও ৩য় তলার ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন। গত (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাদী  ও তার পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। সকাল আনুমানিক ৬টা ৪০মিনিটের দিকে ২য় তলার ফ্ল্যাটে বসবাসরত বাদীর মা ঘুম হতে উঠে দেখেন তার শোবার ঘরের জানালা খোলা ও তার  ব্যবহৃত ভিভো মোবাইল ফোনটি নেই।  সে সময় বাদী ও তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তাদের ৩য় তলার ফ্ল্যাটের মূল দরজা খোলা ও ঘরের আসবাবপত্র  এলোমেলো। তারা দেখতে পান ড্রয়িং রুমের টেবিলের উপর রাখা তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি নেই। ভ্যানিটি ব্যাগের মধ্যে একটি অ্যাপল ওয়াচ, একটি এয়্যার পড, এক জোড়া স্বর্ণের দুল, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ডসহ নগদ ৬৫ হাজার ৫০০ টাকা ছিলো।

মামলা রুজু হওয়ার পর মিরপুর মডেল থানা পুলিশ মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃত প্রকাশ ওরফে পকাকে শনাক্ত করে। পরবর্তীতে শুক্রবার  (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায়  মিরপুর  থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া  ভিভো মোবাইল ফোন ও অ্যাপল ওয়াচ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার সুষ্ঠ তদন্ত এবং চুরির সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মিরপুরে ফ্ল্যাট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

সিনিয়র রিপোর্টার

রাজধানীর মিরপুর এলাকার একটি বাসার ফ্ল্যাট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম।

শনিবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

চুরির ঘটনায় গত (৩০ সেপ্টেম্বর) বাদী মো. সানিউল জাদীদ রিপন এর অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির মিরপুর মডের থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. সানিউল জাদীদ রিপন মিরপুরের পূর্ব মনিপুর এলাকার ১০৬৪/১ নং বাসার ২য় ও ৩য় তলার ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন। গত (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাদী  ও তার পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। সকাল আনুমানিক ৬টা ৪০মিনিটের দিকে ২য় তলার ফ্ল্যাটে বসবাসরত বাদীর মা ঘুম হতে উঠে দেখেন তার শোবার ঘরের জানালা খোলা ও তার  ব্যবহৃত ভিভো মোবাইল ফোনটি নেই।  সে সময় বাদী ও তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তাদের ৩য় তলার ফ্ল্যাটের মূল দরজা খোলা ও ঘরের আসবাবপত্র  এলোমেলো। তারা দেখতে পান ড্রয়িং রুমের টেবিলের উপর রাখা তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি নেই। ভ্যানিটি ব্যাগের মধ্যে একটি অ্যাপল ওয়াচ, একটি এয়্যার পড, এক জোড়া স্বর্ণের দুল, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ডসহ নগদ ৬৫ হাজার ৫০০ টাকা ছিলো।

মামলা রুজু হওয়ার পর মিরপুর মডেল থানা পুলিশ মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃত প্রকাশ ওরফে পকাকে শনাক্ত করে। পরবর্তীতে শুক্রবার  (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায়  মিরপুর  থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া  ভিভো মোবাইল ফোন ও অ্যাপল ওয়াচ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার সুষ্ঠ তদন্ত এবং চুরির সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।