ঢাকা , সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে দুদকে তলব

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • 49

সিনিয়র রিপোর্টার

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রবিবার (২৭ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী (৩০ অক্টোবর) দুপুর ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

তলবি নোটিশে বলা হয়, ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদ এবং সাবেক প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

এমতাবস্থায়, আগামী (৩০ অক্টোবর) দুপুর ১২টায় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকায় উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে, অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য টিম লিডার করে মো. মনজুরুল ইসলাম মিন্টু, উপসহকারী পরিচালক (সদস্য) ও মো. মিজানুর রহমান, উপসহকারী পরিচালক (সদস্য) এর সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দুদেশের জনগণের মধ্যে সুসম্পর্ক চায় দিল্লি : ভারতের পররাষ্ট্র সচিব

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে দুদকে তলব

আপডেট সময় ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

সিনিয়র রিপোর্টার

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রবিবার (২৭ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী (৩০ অক্টোবর) দুপুর ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

তলবি নোটিশে বলা হয়, ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদ এবং সাবেক প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

এমতাবস্থায়, আগামী (৩০ অক্টোবর) দুপুর ১২টায় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকায় উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে, অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য টিম লিডার করে মো. মনজুরুল ইসলাম মিন্টু, উপসহকারী পরিচালক (সদস্য) ও মো. মিজানুর রহমান, উপসহকারী পরিচালক (সদস্য) এর সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়।