ঢাকা , বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দারুস সালামে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • 2

সিনিয়র রিপোর্টার

রাজধানীর দারুস সালামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দু’জনকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামীম (৩৩) ও মো. সবুজ পাটোয়ারী (২৮)। তারা দারুস সালামের লালকুঠি এলাকায় বসবাস করতেন।

সোমবার (২৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।

রবিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে দশটায় দারুস সালামের বর্ধনবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে দারুস সালাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় থানার টহল পুলিশের দল সংবাদ পায় বর্ধনবাড়ি এলাকায় একটি বাড়ির সামনে কয়েকজন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত সাড়ে দশটায় থানার টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায়ে শামীম ও সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি স্টিলের চাকু ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দু’জনসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের  বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরাসহ অন্যান্য পলাতক অভিযুক্তরা দারুস সালাম থানার বর্ধনবাড়ি এলাকাসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ কিশোর মারা গেছে

দারুস সালামে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

সিনিয়র রিপোর্টার

রাজধানীর দারুস সালামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দু’জনকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামীম (৩৩) ও মো. সবুজ পাটোয়ারী (২৮)। তারা দারুস সালামের লালকুঠি এলাকায় বসবাস করতেন।

সোমবার (২৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।

রবিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে দশটায় দারুস সালামের বর্ধনবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে দারুস সালাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় থানার টহল পুলিশের দল সংবাদ পায় বর্ধনবাড়ি এলাকায় একটি বাড়ির সামনে কয়েকজন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত সাড়ে দশটায় থানার টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায়ে শামীম ও সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি স্টিলের চাকু ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দু’জনসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের  বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরাসহ অন্যান্য পলাতক অভিযুক্তরা দারুস সালাম থানার বর্ধনবাড়ি এলাকাসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।