সিনিয়র রিপোর্টার : দেশের ২৪তম নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশ দিয়েছেন। সংবিধান দিয়েছেন। সেই সংবিধান দৃঢ়ভাবে রক্ষার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের সব বিচারকদের।’
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শপথগ্রহণ শেষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ ও শোক বইয়ে বিবৃতি প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল হাসান বলেন, ‘আজকে প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছি। বঙ্গবন্ধুর আরাধ্য পথে থেকে ও দেশের সাধারণ মানুষের জন্য যেন আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারি আজকে সেই প্রতিজ্ঞাই দ্বিতীয়বার নিলাম।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ।
এর আগে ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি পদে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের দরবার হলে সকাল ১১ টায় এই শপথ অনুষ্ঠিত হয়।