ঢাকা , সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শাহরিয়ার হত্যা মামলাসহ ১৫ মামলার এজাহারনামীয় আসামি আমিনুল গ্রেপ্তার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • 41

সিনিয়র রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আল শাহরিয়ার হোসেন হত্যা মামলাসহ ১৫টি মামলার এজাহারনামীয় আসামি আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) রাত পৌনে তিনটার সময় মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ভিকটিম আল শাহরিয়ার হোসেন হত্যার ঘটনায় তার বাবা মো. মনির হোসেনের অভিযোগের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই সকালে সাড়ে দশটারর দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী  আন্দোলনে যোগদেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার  ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম আল শাহরিয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আল শাহরিয়ার হোসেন হত্যায় জড়িত আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ১৫টি মামলা রয়েছে। সে শাহবাগ থানার একটি চুরি মামলায় সাজা প্রাপ্ত পলাতক আসামি।  গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক : ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার

শাহরিয়ার হত্যা মামলাসহ ১৫ মামলার এজাহারনামীয় আসামি আমিনুল গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

সিনিয়র রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আল শাহরিয়ার হোসেন হত্যা মামলাসহ ১৫টি মামলার এজাহারনামীয় আসামি আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) রাত পৌনে তিনটার সময় মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ভিকটিম আল শাহরিয়ার হোসেন হত্যার ঘটনায় তার বাবা মো. মনির হোসেনের অভিযোগের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই সকালে সাড়ে দশটারর দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী  আন্দোলনে যোগদেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার  ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম আল শাহরিয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আল শাহরিয়ার হোসেন হত্যায় জড়িত আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ১৫টি মামলা রয়েছে। সে শাহবাগ থানার একটি চুরি মামলায় সাজা প্রাপ্ত পলাতক আসামি।  গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।