ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাজারীবাগে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • 31

সিনিয়র রিপোর্টার

হাজারীবাগের সনাতনগড় বৌবাজার এলাকায় ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জুনাঈদ ইসলাম তুহিন (২০) ও মো. আপন গাজী (১৮)।

সোমবার এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (৪ নভেম্বর) রাত সোয়া তিনটায় সংবাদ পাওয়া যায়, হাজারীবাগ থানাধীন সনাতনগড় বৌবাজার ৩০ ফিটের লাট মিয়া হোটেলের সামনের রাস্তায় ছিনতাই সংঘটিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার টহল টিম  দ্রুত সেখানে পৌঁছায়। রাত আনুমানিক সাড়ে তিনটায় ছিনতাইকারীরা ভিকটিম মো. মোহন (২৪) নামক ভ্যানচালকের কাছ থেকে নগদ ৭০০ টাকা ছিনতাই করে পালানোর সময় উপস্থিত জনগণের সহায়তায় জুনাঈদ ও আপন নামের দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরো দু’জন ছিনতাইকারী পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র চাপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত জুনাঈদ ও আপন হাজারীবাগ এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এই কিশোর গ্যাং হাজারীবাগ এলাকায় মারামারি, চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতকদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পুলিশ আপনাদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে বদ্ধপরিকর : ডিএমপি কমিশনার

হাজারীবাগে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

সিনিয়র রিপোর্টার

হাজারীবাগের সনাতনগড় বৌবাজার এলাকায় ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জুনাঈদ ইসলাম তুহিন (২০) ও মো. আপন গাজী (১৮)।

সোমবার এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (৪ নভেম্বর) রাত সোয়া তিনটায় সংবাদ পাওয়া যায়, হাজারীবাগ থানাধীন সনাতনগড় বৌবাজার ৩০ ফিটের লাট মিয়া হোটেলের সামনের রাস্তায় ছিনতাই সংঘটিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার টহল টিম  দ্রুত সেখানে পৌঁছায়। রাত আনুমানিক সাড়ে তিনটায় ছিনতাইকারীরা ভিকটিম মো. মোহন (২৪) নামক ভ্যানচালকের কাছ থেকে নগদ ৭০০ টাকা ছিনতাই করে পালানোর সময় উপস্থিত জনগণের সহায়তায় জুনাঈদ ও আপন নামের দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরো দু’জন ছিনতাইকারী পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র চাপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত জুনাঈদ ও আপন হাজারীবাগ এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এই কিশোর গ্যাং হাজারীবাগ এলাকায় মারামারি, চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতকদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।