ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরায় চেকপোস্ট চলাকালে আট হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • 34

সিনিয়র রিপোর্টার

রাজধানীর উত্তরার ৮নং সেক্টর থেকে ময়মনসিংহগামী হাইওয়ে রাস্তার পূর্ব পাশে পলওয়েল কারনেশন শপিং কমপ্লেক্সের সামনে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. জামাল হোসেন (৪৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে আট হাজার টাকা ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার (৪ নভেম্বর) বিকাল ৪টা থেকে উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর পলওয়েল কারনেশন সেন্টারের সামনে ডিএমপির উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিলো। চেকপোস্ট চলাকালে  আনুমানিক বিকাল ৫টা ২০ মিমিটে সন্দেহভাজন জামাল হোসেনের পিঠে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৪০টি নীল রংয়ের পলিথিনে রক্ষিত ৮ হাজার পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপি উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত জামাল হোসেনের বিরুদ্ধে সিএমপির বাকলিয়া থানায় একটি মাদক মামলা, বরগুনার পাথরঘাটা থানায় একটি চুরি ও একটি চাঁদাবাজির মামলা, ভোলা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা ও পিরোজপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি  মামলা রয়েছে।

প্রসঙ্গত, সোমবার বিকাল ৪টা থেকে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান এর নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ  স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

উত্তরায় চেকপোস্ট চলাকালে আট হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক

আপডেট সময় ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

সিনিয়র রিপোর্টার

রাজধানীর উত্তরার ৮নং সেক্টর থেকে ময়মনসিংহগামী হাইওয়ে রাস্তার পূর্ব পাশে পলওয়েল কারনেশন শপিং কমপ্লেক্সের সামনে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. জামাল হোসেন (৪৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে আট হাজার টাকা ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার (৪ নভেম্বর) বিকাল ৪টা থেকে উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর পলওয়েল কারনেশন সেন্টারের সামনে ডিএমপির উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিলো। চেকপোস্ট চলাকালে  আনুমানিক বিকাল ৫টা ২০ মিমিটে সন্দেহভাজন জামাল হোসেনের পিঠে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৪০টি নীল রংয়ের পলিথিনে রক্ষিত ৮ হাজার পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপি উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত জামাল হোসেনের বিরুদ্ধে সিএমপির বাকলিয়া থানায় একটি মাদক মামলা, বরগুনার পাথরঘাটা থানায় একটি চুরি ও একটি চাঁদাবাজির মামলা, ভোলা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা ও পিরোজপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি  মামলা রয়েছে।

প্রসঙ্গত, সোমবার বিকাল ৪টা থেকে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান এর নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ  স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।