ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খিলগাঁও থেকে  ছিনতাই হওয়া পিকআপ ধামরাইয়ে উদ্ধার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • 15

সিনিয়র রিপোর্টার

রাজধানীর খিলগাঁও থেকে ছিনতাই হওয়া একটি সবুজ রঙয়ের টাটা পিকআপ ধামরাই থেকে উদ্ধার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, খিলগাঁওয়ের শেখের জায়গা থেকে ডিমসহ পিকআপ  ছিনতাইয়ের ঘটনায় গত ৫ নভেম্বর ডিএমপির খিলগাঁও থানায় একটি ছিনতাইয়ের মামলা রুজু হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ২ নভেম্বর  রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে বাজিতপুর থেকে ২৫ হাজার ২০০ হাঁস ও মুরগীর ডিম নিয়ে টাটা পিকআপযোগে ড্রাইভার আক্কাস মিয়া (৩৩) ও হেলপার মো. রাজিব মিয়া (১৮) ঢাকার খিলগাঁও বাজারের উদ্দেশে রওয়ানা করে।  এদিন রাত আনুমানিক আড়াই ঘটিকায় পিকআপটি খিলগাঁওয়ের শেখের জায়গায় আলহাজ্ব আ. রশিদ আহম্মেদের বাড়ীর সামনের পাকা রাস্তায় পৌঁছালে একটি হলুদ রঙয়ের  পিকআপ গাড়ি নিয়ে অজ্ঞাত নামা ৩/৪ জন দুষ্কৃতকারী ডিমবাহী গাড়ীর গতিরোধ করে। তারা ড্রাইভার ও হেলপারকে পিকআপ থেকে নামিয়ে হাত, পা, মুখ বেঁধে তাদের গাড়িতে উঠিয়ে ত্রিপল দিয়ে ঢেকে রাখে।

দুষ্কৃতকারীদের একজন ভিকটিমের ডিমবাহী গাড়িটি নিয়ে চলে যায়। তারা ড্রাইভার ও হেলপারকে তাদের গাড়ীতে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ভোর আনুমানিক সাড়ে চার ঘটিকায় ড্রাইভার ও হেলপারের নিকট থাকা তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদেরকে তেজগাঁও ফ্লাইওভারের উপর নামিয়ে দেয়।

তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া পিকআপটি আজকে ধামরাই থেকে উদ্ধার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খিলগাঁও থেকে  ছিনতাই হওয়া পিকআপ ধামরাইয়ে উদ্ধার

আপডেট সময় ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

সিনিয়র রিপোর্টার

রাজধানীর খিলগাঁও থেকে ছিনতাই হওয়া একটি সবুজ রঙয়ের টাটা পিকআপ ধামরাই থেকে উদ্ধার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, খিলগাঁওয়ের শেখের জায়গা থেকে ডিমসহ পিকআপ  ছিনতাইয়ের ঘটনায় গত ৫ নভেম্বর ডিএমপির খিলগাঁও থানায় একটি ছিনতাইয়ের মামলা রুজু হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ২ নভেম্বর  রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে বাজিতপুর থেকে ২৫ হাজার ২০০ হাঁস ও মুরগীর ডিম নিয়ে টাটা পিকআপযোগে ড্রাইভার আক্কাস মিয়া (৩৩) ও হেলপার মো. রাজিব মিয়া (১৮) ঢাকার খিলগাঁও বাজারের উদ্দেশে রওয়ানা করে।  এদিন রাত আনুমানিক আড়াই ঘটিকায় পিকআপটি খিলগাঁওয়ের শেখের জায়গায় আলহাজ্ব আ. রশিদ আহম্মেদের বাড়ীর সামনের পাকা রাস্তায় পৌঁছালে একটি হলুদ রঙয়ের  পিকআপ গাড়ি নিয়ে অজ্ঞাত নামা ৩/৪ জন দুষ্কৃতকারী ডিমবাহী গাড়ীর গতিরোধ করে। তারা ড্রাইভার ও হেলপারকে পিকআপ থেকে নামিয়ে হাত, পা, মুখ বেঁধে তাদের গাড়িতে উঠিয়ে ত্রিপল দিয়ে ঢেকে রাখে।

দুষ্কৃতকারীদের একজন ভিকটিমের ডিমবাহী গাড়িটি নিয়ে চলে যায়। তারা ড্রাইভার ও হেলপারকে তাদের গাড়ীতে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ভোর আনুমানিক সাড়ে চার ঘটিকায় ড্রাইভার ও হেলপারের নিকট থাকা তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদেরকে তেজগাঁও ফ্লাইওভারের উপর নামিয়ে দেয়।

তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া পিকআপটি আজকে ধামরাই থেকে উদ্ধার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।