অনলাইন ডেস্ক : উড্ডয়নের অনুমতি না মেলায় ঝাড়খণ্ডে প্রায় তিন ঘণ্টা আটকে রইল ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হেলিকপ্টার। এই ঘটনায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল’ (এটিসি)-এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস।
শুক্রবার বিধানসভা ভোটের প্রচারে ঝাড়খণ্ডের গোড্ডায় গিয়েছিলেন রাহুল। সেখানকার মহাগনায় সভা করার পরে তার অন্য একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তার হেলিকপ্টারের উড়ানের অনুমতি দিতে এটিসি দু’ঘণ্টার বেশি দেরি করায় রাহুলকে আটকে থাকতে হয়।
ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনের মধ্যে গত ১৩ নভেম্বর প্রথম দফায় ৪৩টি আসনে ভোট হয়েছে। আগামী ২০ নভেম্বর (বুধবার) বাকি ৩৮টিতে হবে। গণনা ২৩ নভেম্বর। ভোটের আগে রাহুলের হেলিকপ্টার বিভ্রাটের ঘটনা তাই রাজনৈতিক মাত্রা পেয়েছে। ঘটনাচক্রে, শুক্রবার গোড্ডার অদূরে দেওঘরে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান উড়তে দেরি হয়। কংগ্রেসের অভিযোগ, মোদীর নিরাপত্তার বাড়াবাড়ির কারণেই আটকে রাখা হয় রাহুলকে।