ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক  :  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‌‘ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের নিষিদ্ধ দু’একটি দলও এর নেপথ্যে থাকতে পারে।’ আজ মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আগের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। অস্ত্রগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকার কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় জোরদার করা হবে। পরে পর্যায়ক্রমে সারা দেশে গতি আনা হবে।’ মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সারা দেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় যাতে নিরীহ কেউ হয়রানির শিকার না হন সেজন্য আমরা কমিটি করে দেব। যারা ভুয়া মামলা করবে তাদেরকে ধরিয়ে দিন।’

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রুতই সমাধান হবে। শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও ক্ষোভ প্রকাশ করতে পারে। কিংবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। আমরা চাই শান্তিপ্রিয় সমাধান। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না।’

 

 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আইনজীবী হত্যার তদন্তের নির্দেশ, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় এক ঘন্টা আগে

অনলাইন ডেস্ক  :  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‌‘ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের নিষিদ্ধ দু’একটি দলও এর নেপথ্যে থাকতে পারে।’ আজ মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আগের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। অস্ত্রগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকার কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় জোরদার করা হবে। পরে পর্যায়ক্রমে সারা দেশে গতি আনা হবে।’ মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সারা দেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় যাতে নিরীহ কেউ হয়রানির শিকার না হন সেজন্য আমরা কমিটি করে দেব। যারা ভুয়া মামলা করবে তাদেরকে ধরিয়ে দিন।’

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রুতই সমাধান হবে। শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও ক্ষোভ প্রকাশ করতে পারে। কিংবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। আমরা চাই শান্তিপ্রিয় সমাধান। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না।’