ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে নয় হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • 7

সিনিয়র রিপোর্টার

রাজধানীর বারিধারার প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯০০ পিস ইয়াবাসহ 

মো. হারুন অর রশিদ (৫৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল আনুমানিক ৫টা ৫ মিনিটের দিকে বারিধারা প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

বুধবার (২৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। 

ডিবি-ওয়ারী বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বারিধারা এলাকায় এক ব্যাক্তি ইয়াবা পাইকারি বা খুচরা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টা ৫ মিনিটের দিকে ডিবির টিমটি প্রগতি সরণির জে ব্লকের গ্রীণ গ্রানাইট অ্যান্ড মার্বেল লিমিটেড বিল্ডিংয়ের সামনে অভিযান পরিচালনা করে হারুনকে গ্রেপ্তার করে। এ সময় তার হাতে থাকা একটি চামড়ার ব্যাগের মধ্য থেকে ৪৯টি প্যাকেটে মোট নয় হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতসহ তার সহযোগী পলাতক মো. মনির হোসেনের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত হারুন দীর্ঘদিন ধরে তার পলাতক সহযোগী মনির হোসেনের নিকট থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে হারুন।

মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অপর আসামি পলাতক মনিরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত হারুনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাড়ে নয় হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

সিনিয়র রিপোর্টার

রাজধানীর বারিধারার প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯০০ পিস ইয়াবাসহ 

মো. হারুন অর রশিদ (৫৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল আনুমানিক ৫টা ৫ মিনিটের দিকে বারিধারা প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

বুধবার (২৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। 

ডিবি-ওয়ারী বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বারিধারা এলাকায় এক ব্যাক্তি ইয়াবা পাইকারি বা খুচরা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টা ৫ মিনিটের দিকে ডিবির টিমটি প্রগতি সরণির জে ব্লকের গ্রীণ গ্রানাইট অ্যান্ড মার্বেল লিমিটেড বিল্ডিংয়ের সামনে অভিযান পরিচালনা করে হারুনকে গ্রেপ্তার করে। এ সময় তার হাতে থাকা একটি চামড়ার ব্যাগের মধ্য থেকে ৪৯টি প্যাকেটে মোট নয় হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতসহ তার সহযোগী পলাতক মো. মনির হোসেনের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত হারুন দীর্ঘদিন ধরে তার পলাতক সহযোগী মনির হোসেনের নিকট থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে হারুন।

মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অপর আসামি পলাতক মনিরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত হারুনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।