ঢাকা , মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে বলে মনে করেন দেশের ৬০.৪ শতাংশ মানুষ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • 8

অনলাইন ডেস্ক

বিগত আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে বলে মনে করেন ৬০ দশমিক চার শতাংশ মানুষ। এছাড়া এই আমলে সংবাদ মাধ্যমগুলো আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত ৬১ দশমিক দুই শতাংশ মানুষের। ভয়েস অব আমেরিকা বাংলার করা এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।

অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত দেশের আটটি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি করা হয়।

অন্তর্বর্তী সরকারের আমলে মতপ্রকাশের ক্ষেত্রে আওয়ামী লীগ আমলের মতো একই রকম স্বাধীনতা ভোগ করছেন বলে মত দিয়েছেন ২৫ দশমিক দুই শতাংশ উত্তরদাতা এবং আওয়ামী আমলের চেয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম স্বাধীনতা ভোগ করছেন বলে জানিয়েছেন ১৪ দশমিক দুই শতাংশ মানুষ।

এ বিষয়ে কথা বলতে চাননি শূন্য দশমিক দুই শতাংশ উত্তরদাতা। পুরুষদের মধ্যে ৬৪ দশমিক তিন শতাংশ উত্তরদাতা ও নারী উত্তরদাতাদের ৫৬ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের সময় আগের সরকারের সময়ের চেয়ে মতপ্রকাশের ক্ষেত্রে নিজেদের বেশি স্বাধীন বলে মত দিয়েছেন।

তরুণদের (১৮ থেকে ৩৪) মধ্যে ৫৭ দশমিক এক শতাংশ উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় মতপ্রকাশের স্বাধীনতা বেশি বলে মনে করেন আর ৩৫ বছর ও এর বেশি বয়সী উত্তরদাতাদের ৬৩ দশমিক আট শতাংশ মত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আমলে মতপ্রকাশের স্বাধীনতা আগের আমলের চেয়ে বেশি।

গ্রামের উত্তরদাতাদের মধ্যে ৫৮ দশমিক চার শতাংশ এবং শহরের উত্তরদাতাদের ৬৬ দশমিক তিন শতাংশ অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগ আমলের তুলনায় মতপ্রকাশের ক্ষেত্রে বেশি স্বাধীনতা পাচ্ছেন বলে জানিয়েছেন। ৬১ দশমিক দুই শতাংশের মত অন্তর্বর্তী সরকারের অধীনে সংবাদমাধ্যমের স্বাধীনতা বেড়েছে। 

সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতা ভোগের ক্ষেত্রে এই দুই আমলের মধ্যে কোনো পার্থক্য দেখেন না ১৮ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ আমলের চেয়ে সংবাদ মাধ্যমগুলো কম স্বাধীন বলে মনে করেন ১৩ দশমিক তিন শতাংশ এবং ছয় দশমিক আট শতাংশ উত্তরদাতা এ ব্যাপারে জানেন না বলেছেন। এ ছাড়া, শূন্য দশমিক দুই শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কথা বলতে চাননি।

অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী আমলের তুলনায় সংবাদমাধ্যমগুলো অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা পাচ্ছে শহরের উত্তরদাতাদের ৭৩ দশমিক আট শতাংশ এমনটি মনে করেন। গ্রামের উত্তরদাতাদের মধ্যে এমন মত পোষণ করেন ৫৭ দশমিক এক শতাংশ।

তরুণদের (১৮ থেকে ৩৪ বছর বয়সী) মধ্যে ৬৫ দশমিক সাত শতাংশ উত্তরদাতা এবং ৩৫ ও তারচেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৫৬ দশমিক পাঁচ শতাংশ মনে করেন বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় সংবাদমাধ্যমগুলো অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা ভোগ করছে।

পুরুষদের মধ্যে ৬৮ দশমিক দুই শতাংশ ও নারীদের মধ্যে ৫৪ দশমিক দুই শতাংশ উত্তরদাতা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে আগের আমলের চেয়ে সংবাদমাধ্যমগুলো বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত দিয়েছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’

মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে বলে মনে করেন দেশের ৬০.৪ শতাংশ মানুষ

আপডেট সময় ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

অনলাইন ডেস্ক

বিগত আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে বলে মনে করেন ৬০ দশমিক চার শতাংশ মানুষ। এছাড়া এই আমলে সংবাদ মাধ্যমগুলো আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত ৬১ দশমিক দুই শতাংশ মানুষের। ভয়েস অব আমেরিকা বাংলার করা এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।

অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত দেশের আটটি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি করা হয়।

অন্তর্বর্তী সরকারের আমলে মতপ্রকাশের ক্ষেত্রে আওয়ামী লীগ আমলের মতো একই রকম স্বাধীনতা ভোগ করছেন বলে মত দিয়েছেন ২৫ দশমিক দুই শতাংশ উত্তরদাতা এবং আওয়ামী আমলের চেয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম স্বাধীনতা ভোগ করছেন বলে জানিয়েছেন ১৪ দশমিক দুই শতাংশ মানুষ।

এ বিষয়ে কথা বলতে চাননি শূন্য দশমিক দুই শতাংশ উত্তরদাতা। পুরুষদের মধ্যে ৬৪ দশমিক তিন শতাংশ উত্তরদাতা ও নারী উত্তরদাতাদের ৫৬ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের সময় আগের সরকারের সময়ের চেয়ে মতপ্রকাশের ক্ষেত্রে নিজেদের বেশি স্বাধীন বলে মত দিয়েছেন।

তরুণদের (১৮ থেকে ৩৪) মধ্যে ৫৭ দশমিক এক শতাংশ উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় মতপ্রকাশের স্বাধীনতা বেশি বলে মনে করেন আর ৩৫ বছর ও এর বেশি বয়সী উত্তরদাতাদের ৬৩ দশমিক আট শতাংশ মত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আমলে মতপ্রকাশের স্বাধীনতা আগের আমলের চেয়ে বেশি।

গ্রামের উত্তরদাতাদের মধ্যে ৫৮ দশমিক চার শতাংশ এবং শহরের উত্তরদাতাদের ৬৬ দশমিক তিন শতাংশ অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগ আমলের তুলনায় মতপ্রকাশের ক্ষেত্রে বেশি স্বাধীনতা পাচ্ছেন বলে জানিয়েছেন। ৬১ দশমিক দুই শতাংশের মত অন্তর্বর্তী সরকারের অধীনে সংবাদমাধ্যমের স্বাধীনতা বেড়েছে। 

সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতা ভোগের ক্ষেত্রে এই দুই আমলের মধ্যে কোনো পার্থক্য দেখেন না ১৮ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ আমলের চেয়ে সংবাদ মাধ্যমগুলো কম স্বাধীন বলে মনে করেন ১৩ দশমিক তিন শতাংশ এবং ছয় দশমিক আট শতাংশ উত্তরদাতা এ ব্যাপারে জানেন না বলেছেন। এ ছাড়া, শূন্য দশমিক দুই শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কথা বলতে চাননি।

অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী আমলের তুলনায় সংবাদমাধ্যমগুলো অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা পাচ্ছে শহরের উত্তরদাতাদের ৭৩ দশমিক আট শতাংশ এমনটি মনে করেন। গ্রামের উত্তরদাতাদের মধ্যে এমন মত পোষণ করেন ৫৭ দশমিক এক শতাংশ।

তরুণদের (১৮ থেকে ৩৪ বছর বয়সী) মধ্যে ৬৫ দশমিক সাত শতাংশ উত্তরদাতা এবং ৩৫ ও তারচেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৫৬ দশমিক পাঁচ শতাংশ মনে করেন বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় সংবাদমাধ্যমগুলো অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা ভোগ করছে।

পুরুষদের মধ্যে ৬৮ দশমিক দুই শতাংশ ও নারীদের মধ্যে ৫৪ দশমিক দুই শতাংশ উত্তরদাতা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে আগের আমলের চেয়ে সংবাদমাধ্যমগুলো বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত দিয়েছেন।