ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবসায়ীর দুই চোখ উপড়ানোর মামলায় ৫ জনের যাবজ্জীবন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • 4

সিনিয়র রিপোর্টার

গত ১৬ বছর আগে ঢাকার ডেমরা এলাকায় রাজীবুল আলম নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুই চোখ উপড়ে ফেলার ঘটনায় করা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিজয় ওরফে শামীম আহম্মেদ, দ্বীন ইসলাম, মো. ইকবাল, নাছু ওরফে নাসির উদ্দিন ও রাজিব ওরফে মোটা রাজিব।  

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরো চারজনকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- রিপন, রাশেদ, তপন ও রাসেল ওরফে মমিতুর রহমান।  

মামলার প্রধান আসামি রুবেল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২০১০ সালের ১৬ মার্চ নিহত হন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ২৭ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে রিকশাযোগে ভিকটিম রাজীবুল আলম ডেমরায় বোর্ড মিল এলাকা থেকে বাসার উদ্দেশে রওনা হন। পথে আসামিরা রিকশা আটকে ভিকটিমকে একটি ফাঁকা প্লটে নিয়ে যায়। এরপর হাত-পা বেঁধে ইট দিয়ে মাথায় আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে দুই চোখ উপড়ে ফেলে।

এ ঘটনায় রাজীবুলের বাবা শাহ আলম বাদী হয়ে ডেমরা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন ডেমরা থানার পরিদর্শক মীর আতাহার আলী। ২০১১ সালের ১২ ডিসেম্বর ৯ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ২৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পুলিশ আপনাদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে বদ্ধপরিকর : ডিএমপি কমিশনার

ব্যবসায়ীর দুই চোখ উপড়ানোর মামলায় ৫ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

সিনিয়র রিপোর্টার

গত ১৬ বছর আগে ঢাকার ডেমরা এলাকায় রাজীবুল আলম নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুই চোখ উপড়ে ফেলার ঘটনায় করা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিজয় ওরফে শামীম আহম্মেদ, দ্বীন ইসলাম, মো. ইকবাল, নাছু ওরফে নাসির উদ্দিন ও রাজিব ওরফে মোটা রাজিব।  

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরো চারজনকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- রিপন, রাশেদ, তপন ও রাসেল ওরফে মমিতুর রহমান।  

মামলার প্রধান আসামি রুবেল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২০১০ সালের ১৬ মার্চ নিহত হন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ২৭ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে রিকশাযোগে ভিকটিম রাজীবুল আলম ডেমরায় বোর্ড মিল এলাকা থেকে বাসার উদ্দেশে রওনা হন। পথে আসামিরা রিকশা আটকে ভিকটিমকে একটি ফাঁকা প্লটে নিয়ে যায়। এরপর হাত-পা বেঁধে ইট দিয়ে মাথায় আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে দুই চোখ উপড়ে ফেলে।

এ ঘটনায় রাজীবুলের বাবা শাহ আলম বাদী হয়ে ডেমরা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন ডেমরা থানার পরিদর্শক মীর আতাহার আলী। ২০১১ সালের ১২ ডিসেম্বর ৯ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ২৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন।