অনলাইন ডেস্ক
ভোলায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় সাবেক চার সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সাবেক সংসদ সদস্যরা হলেন- ভোলা-১ আসনের তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
তাদের মধ্যে আলী আজম এবং জ্যাকব কিছুদিন আগে ঢাকায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি দু’জন কোথায় রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। গত ৫ আগস্টের পর থেকেই এলাকায় নেই তারা।
বুধবার (৪ ডিসেম্বর) ভোলা সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।
ওসি হাসনাইন পারভেজ বলেন, ২০১৯ সালে ভোলা শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় সাবেক চার সংসদ সদস্য এবং ৮৬ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী ভোলা পৌর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাত্রদলকর্মী আরিফ হোসেন। গত সোমবার (২ ডিসেম্বর) তিনি বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ মামলার তদন্ত করছে।