ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বংশালে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • 7

সিনিয়র রিপোর্টার

রাজধানীর বংশাল এলাকা থেকে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি মোছা. আকলিমা খাতুন (৩৮) ও নাঈম হাসান রাব্বি ওরফে হৃদয়কে (২১) গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম।

সোমবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বংশাল থানার কেন্দ্রীয় ভেটেরিনারী হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুই মাদক কারবারিকে ১৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাদক কারবারিদের কাছ থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার মাদক কারবারি ও সেবনকারীদের নিকট বিক্রয় করতো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত ফেনসিডিল তাদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিশ্বে এই প্রথম প্রধানমন্ত্রী-মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন : দুদক চেয়ারম্যান

বংশালে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

সিনিয়র রিপোর্টার

রাজধানীর বংশাল এলাকা থেকে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি মোছা. আকলিমা খাতুন (৩৮) ও নাঈম হাসান রাব্বি ওরফে হৃদয়কে (২১) গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম।

সোমবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বংশাল থানার কেন্দ্রীয় ভেটেরিনারী হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুই মাদক কারবারিকে ১৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাদক কারবারিদের কাছ থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার মাদক কারবারি ও সেবনকারীদের নিকট বিক্রয় করতো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত ফেনসিডিল তাদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।