ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল রোববার’

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • 128

অনলাইন ডেস্ক :  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আগামীকাল রোববার জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৩০ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, আমরা মতামত দিয়ে আগামীকাল (রোববার) ফাইল ছেড়ে দেব। 

এ দিকে, ভয়েস অব আমেরিকায় দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি নিতে হলে আবার জেলে যেতে হবে। এর আগে, গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে তার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এ বিষয়ে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সেদিনই সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে পাঠানোর ব্যাপারে আইনের বাইরে সরকারের আর কিছু করার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় ফৌজদারি কার্যবিধির ৪০১ (১)-এর ধারার ক্ষমতাবলে শর্ত মোতাবেক তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। এখন আইনের যদি কোনো পরিবর্তন আনতে হলে আগে বাতিল করে খালেদা জিয়াকে জেলে যেতে হবে। এরপর আবার অন্য বিবেচনা করা যাবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিশ্বে এই প্রথম প্রধানমন্ত্রী-মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন : দুদক চেয়ারম্যান

‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল রোববার’

আপডেট সময় ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক :  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আগামীকাল রোববার জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৩০ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, আমরা মতামত দিয়ে আগামীকাল (রোববার) ফাইল ছেড়ে দেব। 

এ দিকে, ভয়েস অব আমেরিকায় দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি নিতে হলে আবার জেলে যেতে হবে। এর আগে, গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে তার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এ বিষয়ে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সেদিনই সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে পাঠানোর ব্যাপারে আইনের বাইরে সরকারের আর কিছু করার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় ফৌজদারি কার্যবিধির ৪০১ (১)-এর ধারার ক্ষমতাবলে শর্ত মোতাবেক তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। এখন আইনের যদি কোনো পরিবর্তন আনতে হলে আগে বাতিল করে খালেদা জিয়াকে জেলে যেতে হবে। এরপর আবার অন্য বিবেচনা করা যাবে।