ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লংমার্চের যাত্রা পথে ভৈরবে বিএনপির অঙ্গ ৩ সংগঠনের পথসভা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • 25

অনলাইন ডেস্ক  :  ভারতের আগরতলা অভিমুখী লংমার্চের যাত্রা পথে ভৈরবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন পথসভার আয়োজন করেছে। আজ বুধবার দুপুরে ভৈরব মোড়ে যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
এর আগে সকাল ৯টায় রাজধানীর নায়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

গাড়িবহর ঢাকা থেকে বের হওয়ার পর সড়কের দুই পাশে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। তারা হাত নেড়ে, ফুল ছিটিয়ে গাড়িবহরকে স্বাগত জানান। এসময় ‘দিল্লি না ঢাকা/ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা/হুঁশিয়ার সাবধান’সহ নানান স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা দেখা যায়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

লংমার্চের যাত্রা পথে ভৈরবে বিএনপির অঙ্গ ৩ সংগঠনের পথসভা

আপডেট সময় ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

অনলাইন ডেস্ক  :  ভারতের আগরতলা অভিমুখী লংমার্চের যাত্রা পথে ভৈরবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন পথসভার আয়োজন করেছে। আজ বুধবার দুপুরে ভৈরব মোড়ে যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
এর আগে সকাল ৯টায় রাজধানীর নায়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

গাড়িবহর ঢাকা থেকে বের হওয়ার পর সড়কের দুই পাশে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। তারা হাত নেড়ে, ফুল ছিটিয়ে গাড়িবহরকে স্বাগত জানান। এসময় ‘দিল্লি না ঢাকা/ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা/হুঁশিয়ার সাবধান’সহ নানান স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা দেখা যায়।