ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাড্ডায় ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

সিনিয়র রিপোর্টার

রাজধানীর বাড্ডা থানার আফতাব নগর এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।

গ্রেপ্তারদের নাম- শাওন আলী (১৮),  হৃদয় বাবু (১৯) ও রাকিবুল হাসান (১৪)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

 শনিবার (২১ ডিসেম্বর) রাত ১১টা ১০মিনিটে আফতাবনগর এফ ব্লকের পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে আফতাবনগরের ই-ব্লক এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় পাসপোর্ট অফিসের সামনে ছিনতাইকালে শাওন আলী, হৃদয় বাবু ও রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের দেহ তল্লাশী করে শাওন ও হৃদয়ের কাছ থেকে দুইটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে ঢাকা শহরে ভাসমান হিসেবে বসবাস করে বাড্ডা থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো। বাড্ডা থানার মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিশ্বে এই প্রথম প্রধানমন্ত্রী-মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন : দুদক চেয়ারম্যান

বাড্ডায় ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

আপডেট সময় ৫ ঘন্টা আগে

সিনিয়র রিপোর্টার

রাজধানীর বাড্ডা থানার আফতাব নগর এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।

গ্রেপ্তারদের নাম- শাওন আলী (১৮),  হৃদয় বাবু (১৯) ও রাকিবুল হাসান (১৪)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

 শনিবার (২১ ডিসেম্বর) রাত ১১টা ১০মিনিটে আফতাবনগর এফ ব্লকের পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে আফতাবনগরের ই-ব্লক এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় পাসপোর্ট অফিসের সামনে ছিনতাইকালে শাওন আলী, হৃদয় বাবু ও রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের দেহ তল্লাশী করে শাওন ও হৃদয়ের কাছ থেকে দুইটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে ঢাকা শহরে ভাসমান হিসেবে বসবাস করে বাড্ডা থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো। বাড্ডা থানার মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।