অনলাইন ডেস্ক : নারী মৈত্রী ও এডুকো বাংলাদেশের যৌথ উদ্যোগে গতকালবৃহস্পতিবার ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে “যুব সম্মেলন-২০২৪” অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত চলা এই সম্মেলনে কিশোর-কিশোরী ও যুবদের জন্য দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান, এবং জেন্ডার সমতা বিষয়ক আলোচনায় সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
নারী মৈত্রী, একটি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা, বিগত চার দশক ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। এডুকো বাংলাদেশের সহায়তায় বাস্তবায়িত Youth Empowerment for Social Transformation (YES) প্রকল্পের মাধ্যমে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে পরিচালিত ২০টি ক্লাবে ১ হাজারেরও বেশি কিশোর-কিশোরী ও যুবদের জীবনমান উন্নয়নে কাজ চলছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), কেয়া খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি।