অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হয়েছে আজ বেলা দেড়টায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সাবেক চ্যাম্পিয়ন দুরন্ত রাজশাহী।
উদ্বোধনী ম্যাচে ১৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও জয় নিয়ে বাড়ি ফিরতে পারেনি এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন রাজশাহী। ১২০ বলে ১৯৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৬১ রানে প্রথম সারির ৬ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বরিশাল।
সেই অবস্থা থেকে দলকে টেনে গর্ত থেকে তোলার পাশাপাশি জয়ের বন্দরে পৌঁছে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও পাকিস্তানের তারকা পেস বোলার ফাহিম আশরাফ। এই দুই তারকা ব্যাটসম্যান ইনিংসের শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৩৫ বলে ৮৮ রানের বিধ্বংসী জুটিতে ১১ বল আগেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। চার-ছক্কার এই ফুলঝুড়ির ম্যাচের আগে নাটকীয় ঘটনার অবতারণা হয় মিরপুরে। বিপিএলের খেলা দেখার টিকিট না পেয়ে বিক্ষুব্ধ ভক্ত-সমর্থকরা ভেঙে ফেলেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল গেট।
ঘটনার সূত্রপাত হয়েছিল গতকাল রোববার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এদিন দুপুর পর্যন্ত ঘোষণা করেনি, টিকিট কোথায় পাওয়া যাবে, কোন টিকিটের দাম কত। টুর্নামেন্টের আগের দিন টিকিট পাওয়ার আশায় আগ্রহী দর্শকরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিট বুথে হাজির হন। কিন্তু বুথ বন্ধ পাওয়ায় শুরু হয় হইচই, বিক্ষোভ মিছিল।
এক পর্যায়ে বিক্ষুব্ধ দর্শকেরা শেরেবাংলা স্টেডিয়ামের ২ নম্বর গেট জোর করে খুলে ঢুকে পড়েন স্টেডিয়াম কমপ্লেক্সের ভিতর। পরিস্থিতি সামলে দুপুরের দিকে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় টিকিটের বৃত্তান্ত। টিকিটের দাম সর্বনিম্ন ২০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। অনলাইন এবং মধুমতি ব্যাংকের শাখা থেকে দর্শকরা টিকিট না পেয়ে আজ সোমবার উদ্বোধনী ম্যাচ শুরুর আগে ফের বিক্ষোভ করে, দর্শকরা মিরপুরে ভাঙচুর চালায়।
এদিন সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান গেটের সামনে অবস্থান নেন দর্শকরা। একটা সময়ে কিছু দর্শক ব্যানার ও ফেস্টুন ভাঙা শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। কিছুক্ষণের মধ্যেই বিক্ষুব্ধ দর্শকরা শেরেবাংলার প্রধান গেটট ভেঙে ফেলেন। এরপর স্টেডিয়ামের কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শুধু স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলাই নয়, খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দেন বিক্ষুব্ধ দর্শকরা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।