ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমানের বিরুদ্ধে আরও ১৮-১৯টি মামলা রয়েছে : কায়সার কামাল

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • 8

অনলাইন ডেস্ক  :  বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘দেশের প্রচলিত আইন-আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রত্যেকটি মামলা আইনগত প্রক্রিয়ায় মোকাবিলা করতে চান। এখন সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে আরও ১৮-১৯ টি মামলা রয়েছে।’

তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা খারিজ করে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট, আজ রবিবার আপিল বিভাগেও তা বহাল রয়েছে। রবিবার আপিল বিভাগের এ রায়ের পর সাংবাদিকদের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আরও বলেন, ‘ওয়ান ইলেভেনের সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে এসব মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছিল।’

এর আগে, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রবিবার চাঁদাবাজির চারটি মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় পৌঁছেছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স

তারেক রহমানের বিরুদ্ধে আরও ১৮-১৯টি মামলা রয়েছে : কায়সার কামাল

আপডেট সময় ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

অনলাইন ডেস্ক  :  বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘দেশের প্রচলিত আইন-আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রত্যেকটি মামলা আইনগত প্রক্রিয়ায় মোকাবিলা করতে চান। এখন সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে আরও ১৮-১৯ টি মামলা রয়েছে।’

তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা খারিজ করে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট, আজ রবিবার আপিল বিভাগেও তা বহাল রয়েছে। রবিবার আপিল বিভাগের এ রায়ের পর সাংবাদিকদের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আরও বলেন, ‘ওয়ান ইলেভেনের সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে এসব মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছিল।’

এর আগে, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রবিবার চাঁদাবাজির চারটি মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।