সিনিয়র রিপোর্টার
রাজধানীর দারুসসালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির দারুসসালাম থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. সাব্বির হোসেন (২১), মো. রাব্বি হাওলাদার (২০) ও মো. সবুজ হোসেন (২০)।
রবিবার (৫ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
শনিবার (৪ জানুয়ারি) রাত ১০টা ৪০মিনিটে দারুসসালামের দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
দারুসসালাম থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে দারুসসালাম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় যে, দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া দশটার সময় থানার টিম সেখানে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় উল্লিখিত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা ৪/৫ জন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি ও দুটি স্কচটেপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে দারুসসালাম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশে উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।