ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধুকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অপহরণকারী গ্রেপ্তার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • 1

সিনিয়র রিপোর্টার

রাজধানীর বাড্ডা থেকে অপহৃত মো. সোহেলকে উদ্ধার ও অপহরণকারী সাইফুর রহমান ওরফে সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ জানুয়ারি) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোহেল ও গ্রেপ্তার সুমন তুরাগ থানা এলাকায় বসবাস করেন। একই এলাকায় বসবাসের সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মাঝে তাদের মধ্যে যোগাযোগ হতো।

ওসি মো. সাইফুল ইসলাম জানান, গত ৩ জানুয়ারি রাত ৯টার দিকে ভুক্তভোগী সোহেল নিজ বাসা থেকে বের হন। এরপর মোটরসাইকেলে করে মধ্য বাড্ডা পোস্ট অফিস গলিতে পৌঁছালে সুমনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন তার পথ রোধ করে ভয়-ভীতি দেখান। এ সময় সঙ্গে থাকা মোটরসাইকেল ও দুটি মোবাইলসহ তারা সোহেলকে অপহরণ করে।

পরবর্তী সময় রাত সোয়া ৯টার দিকে ভুক্তভোগীর বন্ধু জহিরুল ইসলামের কাছে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে না দিলে অপহৃত সোহেলকে মেরে ফেলার হুমকি দেন।

এ ঘটনায় সোহেলের বড় ভাই মো. খোরশেদ আলম রানা বাড্ডা থানায় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে পুলিশ শনিবার (৪ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডার বাজার গলি এলাকার একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার ও সোহেলকে উদ্ধার করে।

এ সময় সুমনের কাছ থেকে সোহেলের মোটরসাইকেল ও দুটি মোবাইল উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে যে মোবাইল থেকে কল করে মুক্তিপণের টাকা দাবি করা হয়েছিল সেই মোবাইলও জব্দ করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও অপহরণের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় পৌঁছেছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স

বন্ধুকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অপহরণকারী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

সিনিয়র রিপোর্টার

রাজধানীর বাড্ডা থেকে অপহৃত মো. সোহেলকে উদ্ধার ও অপহরণকারী সাইফুর রহমান ওরফে সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ জানুয়ারি) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোহেল ও গ্রেপ্তার সুমন তুরাগ থানা এলাকায় বসবাস করেন। একই এলাকায় বসবাসের সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মাঝে তাদের মধ্যে যোগাযোগ হতো।

ওসি মো. সাইফুল ইসলাম জানান, গত ৩ জানুয়ারি রাত ৯টার দিকে ভুক্তভোগী সোহেল নিজ বাসা থেকে বের হন। এরপর মোটরসাইকেলে করে মধ্য বাড্ডা পোস্ট অফিস গলিতে পৌঁছালে সুমনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন তার পথ রোধ করে ভয়-ভীতি দেখান। এ সময় সঙ্গে থাকা মোটরসাইকেল ও দুটি মোবাইলসহ তারা সোহেলকে অপহরণ করে।

পরবর্তী সময় রাত সোয়া ৯টার দিকে ভুক্তভোগীর বন্ধু জহিরুল ইসলামের কাছে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে না দিলে অপহৃত সোহেলকে মেরে ফেলার হুমকি দেন।

এ ঘটনায় সোহেলের বড় ভাই মো. খোরশেদ আলম রানা বাড্ডা থানায় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে পুলিশ শনিবার (৪ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডার বাজার গলি এলাকার একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার ও সোহেলকে উদ্ধার করে।

এ সময় সুমনের কাছ থেকে সোহেলের মোটরসাইকেল ও দুটি মোবাইল উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে যে মোবাইল থেকে কল করে মুক্তিপণের টাকা দাবি করা হয়েছিল সেই মোবাইলও জব্দ করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও অপহরণের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।