অনলাইন ডেস্ক : অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এসএ খালেক মারা গেছেন। রবিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে এস এ খালেকের খোঁজ খবর নেন।
শায়রুল কবির খান জানান, সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। গাবতলীর মিরপুর শাহী মসজিদ পারিবারিক করব স্থানে তাকে দাফন করা হবে।