ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৭

সিনিয়র রিপোর্টার

রাজধানীর সচিবালয় এলাকায় ‘আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থী ও এক পথচারীসহ ৭ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভান তাহসিব (২৩), ঢাবির শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াদ (২২) ও নেবলা তাসফিয়া তাবাসুম (২২), নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী মারুক হাসান (২০), ঢাকা কলেজের শিক্ষার্থী তৈয়ব ইসলাম (২৪), সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী পঙ্কজ নাথ সূর্য (৩০) ও পথচারী মো. বাবুল (৪৮)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে।

এ সময় আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

আহতদেরকে ঢামেক হাসপাতলে নিয়ে আসা জহরলাল ও আহত শিক্ষার্থী ইভান তাহসিব জানান, বুধবার ‘আদিবাসী আন্দোলকারীদের’ ওপর হামলার প্রতিবাদে আজ দুপুরে ‘বিক্ষুব্ধ ছাত্র- জনতার’ ব্যানারে রাজু ভাস্কর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় পথে শিক্ষা ভবনের সামনে পুলিশ মিছিলের ওপর অতর্কিতভাবে লাঠিচার্জ করে। এতে ৬ শিক্ষার্থী ও এক পথচারীসহ ৭ জন আহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ৬ জনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। এ সময় চিকিৎসকের বরাত দিয়ে তিনি লেন, আহতদের অবস্থা গুরুতর নয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মেডিকেল ভর্তি পরীক্ষা : ঢাকার বেশকিছু সড়ক পরিহারে ডিএমপির গণবিজ্ঞপ্তি

বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৭

আপডেট সময় ৩ ঘন্টা আগে

সিনিয়র রিপোর্টার

রাজধানীর সচিবালয় এলাকায় ‘আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থী ও এক পথচারীসহ ৭ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভান তাহসিব (২৩), ঢাবির শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াদ (২২) ও নেবলা তাসফিয়া তাবাসুম (২২), নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী মারুক হাসান (২০), ঢাকা কলেজের শিক্ষার্থী তৈয়ব ইসলাম (২৪), সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী পঙ্কজ নাথ সূর্য (৩০) ও পথচারী মো. বাবুল (৪৮)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে।

এ সময় আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

আহতদেরকে ঢামেক হাসপাতলে নিয়ে আসা জহরলাল ও আহত শিক্ষার্থী ইভান তাহসিব জানান, বুধবার ‘আদিবাসী আন্দোলকারীদের’ ওপর হামলার প্রতিবাদে আজ দুপুরে ‘বিক্ষুব্ধ ছাত্র- জনতার’ ব্যানারে রাজু ভাস্কর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় পথে শিক্ষা ভবনের সামনে পুলিশ মিছিলের ওপর অতর্কিতভাবে লাঠিচার্জ করে। এতে ৬ শিক্ষার্থী ও এক পথচারীসহ ৭ জন আহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ৬ জনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। এ সময় চিকিৎসকের বরাত দিয়ে তিনি লেন, আহতদের অবস্থা গুরুতর নয়।