ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘শেখ হাসিনাকে ভয় দেখিয়ে লাভ হবে না’-ড. সেলিম

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • 373

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, রাজনীতি না থাকলে দেশ চালাবে কে, সমাজ চালাবে কে। আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্র নায়ক না হতেন, তাহলে বাংলাদেশ বহু আগে দেউলিয়া হয়ে যেত।

গত শুক্রবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।

ড. সেলিম মাহমুদ বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নম্রতা, ভদ্রতা, মানবিকতা, আন্তরিকতা, প্রজ্ঞা, মেধা ও অনেক সহাসীকতার পরিচয় দিয়ে দেশ পরিচালনা করছেন। তাকে ভয় দেখিয়ে লাভ হবে না। তিনি হচ্ছেন আমার রাজনৈতিক শিক্ষক। প্রতিদিনই আমি তার কাছে শিখছি। আমার মতে আরও অনেকে শিখছেন। তিন দশকেরও বেশি সময় তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কমিটির সদস্য সচিব করে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার রয়েছে এটি কোনো দলীয় ইশতেহার নয়। এটি জাতির ইশতেহার।’

তিনি আরও বলেন, ‘আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ ও কমিউনিটি লিডারদের কাছে আওয়ামী লীগের কাছ থেকে তাদের কী প্রত্যাশা, তারা কী ধরনের ইশতেহার দেখতে চায় তা জানতে চেয়েছি। বিপুল সাড়া পাচ্ছি সমাজের প্রতিটি জায়গা থেকে।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দেশব্যাপী সরকারি ফার্মেসি চালু করছে সরকার

‘শেখ হাসিনাকে ভয় দেখিয়ে লাভ হবে না’-ড. সেলিম

আপডেট সময় ০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, রাজনীতি না থাকলে দেশ চালাবে কে, সমাজ চালাবে কে। আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্র নায়ক না হতেন, তাহলে বাংলাদেশ বহু আগে দেউলিয়া হয়ে যেত।

গত শুক্রবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।

ড. সেলিম মাহমুদ বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নম্রতা, ভদ্রতা, মানবিকতা, আন্তরিকতা, প্রজ্ঞা, মেধা ও অনেক সহাসীকতার পরিচয় দিয়ে দেশ পরিচালনা করছেন। তাকে ভয় দেখিয়ে লাভ হবে না। তিনি হচ্ছেন আমার রাজনৈতিক শিক্ষক। প্রতিদিনই আমি তার কাছে শিখছি। আমার মতে আরও অনেকে শিখছেন। তিন দশকেরও বেশি সময় তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কমিটির সদস্য সচিব করে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার রয়েছে এটি কোনো দলীয় ইশতেহার নয়। এটি জাতির ইশতেহার।’

তিনি আরও বলেন, ‘আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ ও কমিউনিটি লিডারদের কাছে আওয়ামী লীগের কাছ থেকে তাদের কী প্রত্যাশা, তারা কী ধরনের ইশতেহার দেখতে চায় তা জানতে চেয়েছি। বিপুল সাড়া পাচ্ছি সমাজের প্রতিটি জায়গা থেকে।’